সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে কোয়ালিটি ইন্টেগ্রেটেড কোম্পানি পোল্ট্রি খামার নির্মাণ করে জমি দখলের চেষ্টা করায় আদালতে মামলা করেন জমির ওয়ারিশি মালিকগণ। এ অবস্থায় আদালত বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারির আদেশ দেন। ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করে কাশিম নগরপুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তাফা বলেন, ‘আদালতের নির্দেশে রোববার দুপুরে বিরোধপূর্ণ জমিতে পোল্টি খামারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া কোনো কাজ করার চেষ্টা করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ মামলা সূত্রে জানা যায়, চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামের মুক্তিযাদ্ধা মরহুম সিরাজুল ইসলাম ৩ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীকে ওয়ারিশ রেখে মারা যান। কিন্তু তার ছেলেরা ওয়ারিশ গোপন করে বোনদের বাদ দিয়ে তাদের নিজ নামে জ্বাল জালিয়াতি করে প্রায় ৬ একর জমি নিজ নামে করে নেন। এতে বোনদের বাদ দেওয়া হয়। বাকী ওয়ারিশি সম্পদের থেকেও কোনো সম্পদের অংশ বুঝিয়ে না দিলে গত ২০১৬ সালে সহকারী জজ আদালত (১৩/১৬ মাধব) মোকদ্দমা করেন। সমস্ত ওয়ারিশি সম্পদের ওপর মোকদ্দমা এখন চলমান রয়েছে। এঅবস্থায় সিরাজুল ইসলামের ছেলেরা তাদের বোন ওয়ারিশদের ছাড়াই কোম্পানিকে জমি ভাড়া দিলে সম্প্রতি ওয়ারিশ দিলশাদ আরা বেগম বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা হাকিম আদালতে জমি দখল করে স্থাপনা করার জন্য মো. সেরদ্দীল ইলমাম, মুরাদ্দীল ইসলাম, ফরহাদ্দীল ইসলাম ও ফয়েজ আহমেদসহ ৪ জনকে আসামি করে মোকদ্দমা করেন। আদালত আবেদন আমলে নিয়ে বিরোধপূর্ণ ভূমিতে ১৪৪ ধারা জারি করেন এবং মাধবপুর থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে আদেশ প্রদান করেন।