সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মদন মোহন জিউড় আখড়ায় গত সোমবার দিবাগত রাতে একটি চুরি সংগঠিত হয়েছে। চুরেরা এ সময় মন্দিরের ঘরের তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মুর্তির গায়ে রতি ২ ভরি ওজনের রাধামাধবের চুুুড়ি, চেইন, বালা, ঝুমকাসহ স্বর্নালংকার এবং ৫ ভরি ওজনের রোপার অলংকার, প্রণামী বাক্স ভেঙ্গে নগদ আনুমানিক ৭ হাজার ৫ শত টাকাসহ প্রায় ১ ল ৫৮ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরের সেবায়েত নৃপেন্দ্র দাশ বিষয়টি প্রথমে দেখে থানা পুলিশ ও গ্রামবাসীকে অবগত করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই মোজাম্মেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দিরে চুরির ঘটনায় রিংকু দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।