সংবাদদাতা ॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায়, যুক্তরাজ্যস্থ বন্ধু মহল নবীগঞ্জ উপজেলার উদ্যোগে গত ৫ ফেব্রয়ারী শক্রবার বাদ জুম্মা, নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও কয়েকটি মাদ্রাসায় দোয়া মহফিল এবং প্রায় ২ হাজার লোকজনের মধ্যে শিরণী বিতরন করা হয়। এছারাও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে, নবীগঞ্জ উপজেলা বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা যায়। উল্লেখ্য, যুক্তরাস্থ্য বন্ধু-মহল নবীগঞ্জ উপজেলার পক্ষ থেকে অতীতেও অনেক গরীব, অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ব্যাপক অবদান রেখছে।