সংবাদদাতা ॥ হবিগঞ্জ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে অবৈধ মোটর সাইকেল তল্লাশী শুরু হয়েছে। শুধু তাই নয় যে গুলো সাইলেন্সার গুলো হেলিকপ্টার বানিয়ে শহরের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে চালিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেও অভিযানও শুরু হয়েছে। গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে সদর থানার একদল পুলিশ চেক পোষ্ট বসিয়ে অভিযান শুরু করেছে। এ সময় ২০টি মোটর সাইকেল আটক করা হয়। পুলিশ জানায়, এ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলবে। এক শ্রেণির যুবকরা মোটর সাইকেলের সাইলেন্সার খুলে বেপরোয়া গতিতে চালায়। যে কারণে দুর্ঘটনাসহ জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটছে।