জাবেদ তালুকদার : এক মৌসুম বাদে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর মধ্য দিয়ে আবারও কেকেআরে ফিরলেন তিনি। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে ১ কোটি রুপিতে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে
রাজস্থান রয়্যালস (আরআর)। আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। ২০১১ আসর থেকে নিয়মিত আইপিএল খেলছেন তিনি। সর্বশেষ আসরটা অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। এখন পর্যন্ত আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ২১ গড়ে ৭৪৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৬.৭। এছাড়া ৭.৪৬ ইকোনমি রেটে ও গড়ে ২৮ রান দিয়ে ৫৯ উইকেট নিয়েছেন। এবং আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক মৌসুম খেলেছেন মুস্তাফিজ। এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একবার শিরোপাও জিতেছেন। আইপিএলে এ পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ৭.৫১ ইকোনমি রেটে ও ২৮.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।
৩ কোটি ২০ লাখ রুপিতে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। সাকিব কলকাতায় ফেরায় দুই বাংলার মানুষ যেমন খুশি হয়েছে, তেমনই অনেকেই বলছেন সাকিবের দামটা কম হয়ে গেল কিনা। মঈন আলীও যেখানে ৭ কোটি রুপি দাম পেয়েছেন; তাছাড়া দু-একজন উঠতি ক্রিকেটারও এগিয়ে। সাকিবের নিলাম মূল্য নিয়ে তাই প্রশ্ন দেখা দিয়েছে। এবারের নিলামে আইপিএলের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রোটিয়া অল-রাউন্ডার ক্রিস মরিস। তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। যা আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দাম। এর আগে ১৬ কোটি দাম উঠেছিল যুবরাজ সিংয়ের। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটিতে নিয়েছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। শিবম দুবের মতো উঠতি তারকাও পেয়েছে ৪.৪০ কোটি রুপি।তাহলে সাকিবের দাম এত কম কেন? আসলে নিলামে খেলোয়াড় কেনার সময় অনেক হিসাব করতে হয় দলগুলোকে। কাঙ্খিত খেলোয়াড়কে আসরের পুরো সময় পাওয়া যাবে কিনা- সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এখানেই পিছিয়ে গেছেন সাকিব। বাংলাদেশের কোনো খেলোয়াড়কেই পুরো আইপিএলে পাওয়ার নিশ্চয়তা দেয়নি বিসিবি। কারণ আইপিএল চলাকালীন জাতীয় দলের খেলা আছে। এটা সাকিবের কম দামের পেছনে সবচেয়ে বড় কারণ। অন্যদিকে স্টিভেন স্মিথের মতো সুপারস্টার ব্যাটসম্যান পেয়েছেন মাত্র ২.২০ কোটি রুপি। এই দামে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানটিকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।