স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের অনন্তপুরে গাছে আটকা পড়া ঘুড়ি আনতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মাহমুদ মিয়া (৮) নামের এক মাস্ক বিক্রেতার পুরো শরীর ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, পশ্চিম ভাদৈ গ্রামের বাসিন্দা বর্তমানে অনন্তপুর এলাকার ভাড়াটিয়া লিটন মিয়ার পুত্র মাহমুদ মাস্ক বিক্রি শেষে বিকেলে বাসার পাশে ঘুড়ি উড়াতে যায়। এ সময় ঘুড়ি একটি গাছে আটকে পড়ে। তখন সে গাছে উঠে ঘুড়ি আনার সময় গাছের পাশ দিয়ে ৩৩ হাজার বোল্ডের বিদ্যুত তারে জড়িয়ে যায়। এতে তার পুরো শরীর ঝলসে সে নিচে পড়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকার বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।