এম.এ মুহিত/জাবেদ তালুকদার : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি সিএনজি স্টেশনের সামনে বিদ্যুতের খুটির সাথে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় সুনামগঞ্জ জেলার বিশম্ভর থানার বাকীদার গ্রামের আঃ রহিমের পুত্র শফিক মিয়া (৩০) নামে এক মাইক্রো চালক মারা গেছে।শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে প্রকাশ গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মাইক্রো চালক শফিক মিয়া গ্যাস ভরার পর রাস্তার পাশে প্রস্রাব করছিলেন। এ সময় সিলেটগামী মালবাহী (চট্ট মেট্টো-শ ১১-২৩৩৪) ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটি ভেংঙ্গে শফিক মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় এবং তার শরীরের বিভিন্ন অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একদল কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় কবলিত গাড়ি ও লাশটি উদ্ধার করেন। স্থানীয়দের দাবী ড্রাইভারের খাম-খেয়ালিপনার কারণেই চলন্ত গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খুটির সাথে গিয়ে ধাক্কা লেগে দূর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুদ্দীনের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, দূর্ঘটনার খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় কবলিত গাড়ি ও লাশটি উদ্ধার করি। গাড়িটি আটক করা হলেও গাড়ির চালক এবং হেলপার কাউকেই পাওয়া যায়নি তারা পালিয়ে গেছে এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।