,

নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে নয়া ওসির মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ। গতকাল শনিবার নবীগঞ্জ থানার আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, এম এ মুহিত, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, সিনিয়র সাংবাদিক ও অব: প্রাপ্ত শিক্ষক মোঃ ছাদিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিল হোসেন, মোঃ তৌহিদ চৌধুরী, মোঃ নাবেদ মিয়া ও ছনি চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, সাংবাদিক মোঃ আবু তালেব, জাকির হোসেন চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, মোঃ মুহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবীগঞ্জ থানার এস.আই সমীরণ চন্দ্র দাশ। মতবিনিময় সভায় বক্তব্যে বক্তারা নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশাংসা করেন এবং নবীগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মূল, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে বর্তমান অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ তাঁর বক্তব্যে বলেন নবীগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, জুয়া, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে জিরো ট্রলারেন্স নীতি বজায় থাকবে। পাশাপাশি তাঁর দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর