,

বাহুবলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন এমপি মিলাদ গাজী

স্টাফ রিপোর্টার : মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাহুবল উপজেলার ৪৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছেন হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি। গতকাল রবিবার বিকালে বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমানের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দেব। অনুষ্ঠানে ৪৬ জন মুক্তিযোদ্ধার হাতে ১টি করে ক্রেষ্ট ও ছড়ি তুলে দেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি।


     এই বিভাগের আরো খবর