নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ জুনেদ হুসেন চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে বদরদি গ্রামে আলহাজ¦ জুনেদ হুসেন চৌধুরীর বাড়ীতে
বদরদি, নোয়াগাঁও, মাইজপাড়া গ্রামবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভার শুরুতে আলহাজ¦ জুনেদ হুসেন চৌধুরী বলেন, আমার আহবানে আপনারা এখানে সমবেত হওয়া আমী আপনাদের নিকট কৃতজ্ঞ। আপনারা যদি আমাকে সমর্থন দেন, তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার পিতা জিবীত নেই, আমার আপন বড় ভাই নেই। আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাই। আমি সব সময় আপনাদের পরামর্শ ও সহযোগীতা প্রার্থনা করি। আমি নির্বাচনে অংশগ্রহন করে আল্লাহর রহমাতে যদি বিজয়ী হতে পারি এ বিজয় হবে আপনাদের। আপনাদের সাথে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে তথা বাউসা ইউনয়নের উন্নয়নে কাজ করতে চাই।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা সিএনজি শ্রমীক ইউনিয়নের সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ শামীম। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয়পার্টির সদস্য মোঃ হায়দর মিয়া, রসুলগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ছামাদুল হক চৌধুরী, ইউপি সদস্য মোঃ আসাদ চৌধুরী। এসময় গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাফি মিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোঃ কাউছার চৌধুরী, বদরদি বায়তুল আমান জামে মসজিদের মোতায়াল্লি মোঃ সাদত মিয়া, বিশিষ্ট মুরুব্বি মোঃ মুহিব হুসেন চৌধুরী, মির্জা ছালিম বক্স, লন্ডন প্রবাসী মোঃ আব্দুল মান্নান, মোঃ মুফিদুর রহমান, এস.এম সয়দুর রহমান আব্দুল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সারধারণ সম্পাদক শাহ নজরুল ইসলাম শফু, রসুলগঞ্জ বাজার সিএনজি শ্রমীক ইউনিয়নের সভাপতি ও বাউসা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, আঃ লতিফ চৌঃ নানু, শেখ আব্দুল মুহিত সিদ্দিকী, মোঃ সজ্জাদ আলী, মোঃ লুৎফুর রহমান, মোঃ আইয়ূব আলী, মির্জা এনাম উদ্দিন, শেখ লেদু মিয়া তালুকদার, মোঃ লালফর উল্লা, অবিনাষ সরকার। যুব সমাজের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ লাক তালুকদার, রসুলগঞ্জ বাজার সিএনজি শ্রমীক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন চৌধুরী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, যুক্তরাষ্ট্রস্থ মিশিগান স্ট্যাট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিবু চৌধুরী প্রমুখ। এসময় বদরদি, মাইজপাড়া, নোয়াগাঁও গ্রামবাসী স্বতস্ফুর্তভাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত পার্থক্য ভুলে আলহাজ¦ জুনেদ হুসেন চৌধুরীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন এবং সর্বাত্মক সহযোগীতার আশ^াস দেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পূর্ণরূপে পেশী শক্তি মুক্ত স্বচ্ছ নির্বাচন হবে। এখানে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। দলীয় প্রভাব বিস্তার করে ফলাফল পাল্টানোর কোন সুযোগ থাকবে না।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম স্থানীয় নির্বচানে প্রতীকের চাইতে ব্যক্তি যোগ্যতাকেই ভোটাররা বেশী প্রধান্য দেন।