,

হবিগঞ্জে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামীসহ গ্রেফতার ৫

সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ পৌর নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই সাহিদ মিয়া ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ উচাইল শংকরপাশা গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ সহোদরসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, পুটিয়ারচর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আহাদ মিয়া, রুকন মিয়া, হারুন মিয়া, এ ছাড়া শংকরপাশা গ্রামের মৃত ছলিম উল্লার পুত্র রুবেল মিয়া ও তার বোন সেলিনা বেগম। গতকাল শনিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে অবৈধ মোটর সাইকেল ও যানবাহন আটক করা হচ্ছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামিসহ অপরাধীদের ধরতে অভিযান চলছে।


     এই বিভাগের আরো খবর