হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শিশু কিশোরদের পাঠাগার মূখী করে গড়ে তুলে সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগার একটি প্রাচীন ও সমৃদ্ধ পাঠাগার। এখানে অনেক দুর্লভ বই রয়েছে। যা ছাত্র ছাত্রীদের জ্ঞান অর্জন ও গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। রবিবার বিকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক পাঠক সমাবেশে সভাপতির বক্তৃতাকালে তিনি এ কথা গুলো বলেন।
স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে পাঠাগারের নব নির্বাচিত অবৈতনিক সচিব এডভোকেট রুহুল হাসান শরীফের সঞ্চালনায় সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যনার্জী, প্রেসকাবের প্রতিষ্টাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, প্রভাষক গৌতম সরকার আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক তৌহিদ আহমেদ সজল, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, পি.টি ইনস্টিটিউটের সুপারিন্টেনডেন্ট রওশনারা খানম, জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম, প্রেস কাবের সাধারণ সম্পাদক মাসুদ আলী ফরহাদ, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কলামিষ্ট এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, এডভোকেট মোহাম্মাদ হারুন, এডভোকেট পংকজ কান্তি রায়, ব্যবসায়ী সৈয়দ কামাল আহমেদ, সাংস্কৃতিক কর্মী অপু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী, স্কাউটস গার্লস গাইডগন উপস্থিত ছিলেন।