,

শায়েস্তাগঞ্জে নিহত স্কুলছাত্রের শার্ট-প্যান্ট পুকুর থেকে উদ্ধার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্র তানভীর হত্যার ঘটনাস্থল থেকে শার্ট প্যান্ট উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে হত্যা মামলার প্রধান আসামী উজ্জলকে সাথে নিয়ে এসব আলামত উদ্ধার করেছে পুলিশ । এসময় প্রধান আসামী উজ্জলকে দেখতে উৎসুক জনতার ঢল নামে, সকলের সামনেই উজ্জ্বল তানভীরকে তিনজন মিলে হত্যা করেছে সেই স্বীকারোক্তি ও দিয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন আদালতে আসামীদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সেখান থেকেই নির্দেশনামতে নিহত তানভীরের শার্ট প্যান্ট উদ্ধার করা হয়েছে। তারা অনেক আগেই হত্যার স্বীকারোক্তি দিয়েছে। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাত ৭টার দিকে স্কুলছাত্র তানভীরকে অপহরণ করে হত্যা করে একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)। পরে তারা হত্যাকান্ডটি আড়াল ককরার জন্য তানভীরের বাবার মোবাইলে কল দিয়ে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরহন নাটক সাজায়। এক পর্যায়ে তানভীরের বাবা বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানালে বিষয়টি তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে রাতেই অপহরণকারী চক্রের সদস্য জাহেদ, শান্ত ও উজ্জল কে আটক করে । উজ্জলের দেওয়া তথ্যমতে নিহত স্কুলছাত্রের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।


     এই বিভাগের আরো খবর