জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদরের স্থানীয় আদর্শবাজারে গতকাল মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৩ ঘটিকায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলে ও এরই মধ্যে আদর্শবাজারের পশ্চিম দিকের আশরাফ মিয়ার রাইস মিল, সোমিল, জব্বর উল্লা, ছলুক চৌধুরী, জয়নাল উদ্দিন ও জুয়েল মিয়ার কাঠের দোকানসহ মোট ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আদর্শবাজারের পাহাড়াদার তজুমিয়া, ব্যবসায়ী ছলুক মিয়া ও জয়নাল মিয়াসহ স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।