,

বাহুবলে পুলিশের মোটরসাইকেলে আগুন ৩৭ জনের বিরুদ্ধে মামলা ॥ আটক ৫

সংবাদদাতা ॥ বাহুবলে ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বাহুবল ট্রাফিক জোনের ইন্সপেক্টর মিজানুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় ৫ জনকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুলাহ মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০), একই গ্রামের হাজী আফসর উদ্দিনের পুত্র নোমান মিয়া (২০) ও সিহাব মিয়া (১৯), ইসলামপুর গ্রামের হোসাইন মিয়ার পুত্র জুনাইদ (৩২) ও শংকরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল মালেক (৪৫)। উল্লেখ্য যে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা সদর সংলগ্ন বাগানবাড়ি পয়েন্টে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাস চাপায় অটোরিকশা চালক নিহত ও নারীসহ ৩ আরোহী আহত হয়। এ ঘটনার পরপরই স্থানীয় সিএনজি অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষব্ধ শ্রমিকরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা হয়েছে। ৫ আসামিকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর