মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীকে ডাক্তরি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ের দাবি নিয়ে ওই ছাত্রী প্রেমিকের বাড়ি উপজেলার শাহজাহানপুর গ্রামে অবস্থান নেন। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাবার জিম্মায় দেয়া হয়। পুলিশ জানায়, ৮ বছর পূর্বে শাহজাহানপুর গ্রামের মহব্বত আলী খানের ছেলে রকিব উদ্দিন খান সুজনের সাথে ওই ছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক হয়। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক করেন প্রেমিক। পরে তিনি বিয়ে করতে টালবাহানা শুরু করেন। অতিসম্প্রতি ছাত্রীটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন অবস্থান নেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে বাবার জিম্মায় দেয়। তবে ছাত্রীর বাবা অভিযোগ করেন তার মেয়েকে অপহরণ করে আটকে রাখে । এ ব্যাপারে ছাত্রীর বাবা থানার একটি অভিযোগ দায়ের করলে ২৪ ফেব্রুয়ারি থানায় মামলা রেকর্ড হয়। মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।