,

১৬তম দিনে টিকা নিয়েছেন সাড়ে ২৮ লাখ মানুষ

সময় ডেস্ক ॥ সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ১৬তম দিনে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন। গত কয়েকদিন টিকা গ্রহণকারীর সংখ্যা ধীরে ধীরে কমছে। গতকাল ৫৪৬ জন টিকা কম গ্রহণ করেছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন।
নারীদের টিকা নেয়ার সংখ্যা কম। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন এবং নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।


     এই বিভাগের আরো খবর