,

চুনারুঘাটে গাছের ডাল পড়ে এক ব্যক্তির মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরশহরের উত্তর বড়াইল গ্রামে গাছের ডাল পড়ে আব্দুল্লাহ মিয়া(৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ মিয়া পৌরশহরের উত্তর বাজারে মোরগের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বিকেলে  বাড়ীতে যাওয়ার পথিমধ্যে গাছের ডাল পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর