,

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে, হবিগঞ্জে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে হবিগঞ্জে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কালীবাড়ী ক্রসরোডস্থ হবিগঞ্জ চারুকলা একাডেমিতে “অর্গানাইজেশন ফর দি রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দি ইউনাইটেড নেশন” এর জেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ প্রতিযোগিতার উদ্ধোধন ঘোষনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ এর সিনিয়র সহকারী সচিব মোঃ হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, অ্যাডভোকেট শায়লা পারভীন, প্রজেশ চন্দ্র সরকার, ব্যাংকার মোঃ আকবর হোসেন, ডা: আলী আহসান চৌধুরী ও চারুকলা একাডেমির অধ্যক্ষ আশীষ আচার্য্য । প্রতিযোগিতায় ৪টি গ্রুপে শহীদ মিনার, ভাষা আন্দোলন, ভাষা সৈনিক ও ইচ্ছামত বিষয়ে ৫০ জন শিশু অংশগ্রহন করে।


     এই বিভাগের আরো খবর