,

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী বার্ষিক পাদুকা উৎসব ॥ ভক্তদের উপচেপড়া ভীড়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে পৌর এলাকার আক্রমপুরে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ২১ তম বার্ষিক পাদুকা উৎসব ২৪-২৬ ফেব্রুয়ারী গত শুক্রবার রাত শেষে গতকাল শনিবার সকালে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতাপাঠ, ভক্তিমুলক সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাসকৃত্যনুষ্ঠান, লীলাকীর্তন, রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ। এতে লীলা কীর্তন পরিবেশন করেন সিলেটের রত্না তালুকদার মালা, প্রকাশ সরকার, সুনামগঞ্জের নিখিল দেবনাথ, নবীগঞ্জের রজত গোস্বামী, সঞ্জয় দাশ। উৎসব উদযাপন কমিটির সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চারু দেবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, জিপি এড. প্রবাল মোদক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধরণ সম্পাদক নির্মেলন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক বিধান, লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাধারণ সম্পাদক সাধন দাশ, সাবেক সভাপতি নিতেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী, হিন্দু মহাজোটের সভাপতি এড. রাজীব কুমার দে তাপস, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, জাকির হোসেন, লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি আল্লাদ মালাকার, রঞ্জু দাশ, প্রজেশ রায় নিতন, সুজিত চন্দ্র পাল, অঞ্জন পুরকায়াস্থ, পরিমল মালাকার, পিন্টু রায়, রন্টু দাশ, শৈলেশ দত্ত, সলিল দাশ, রিন্টু দাশ, সজল দেব, শিক্ষক রাজীব দাশ, বিপুল দাশ উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমালায় সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তবৃন্দের ভীড়ে মহিলার গলা থেকে একটি স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর