হাবিবুর রহমান রিয়াদ ॥ উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আজমিরীগঞ্জ, হবিগঞ্জের উদ্যোগে গতকাল শনিবার বদলপুর ইউনিয়নের বদলপুরেএক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন মেডিকেল অফিসার মোহাম্মদ নাজমুল হক সুজন, সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বপন কুমার দাশ তালুকদার, স্বাস্থ্য সহকারী মোঃ হাছান উদ্দিন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুসহ প্রায় ৩ শতাধিক লোকের মধ্যে ঔষধ ও ব্যবস্থাপত্র বিতরণ করা হয়। বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সুষেনজিৎ চৌধুরী ক্যাম্প শুরুর সময় উপস্থিত ছিলেন এবং ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।