সময় ডেস্ক ॥ নিরব-স্পর্শিয়ার গান-নাচে শুরু হচ্ছে রোজিনার শুটিংনিরব-স্পর্শিয়ার গান-নাচে শুরু হচ্ছে রোজিনার শুটিং । একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা। আগামী ২ মার্চ ‘ফিরে দেখা’ নামের এ চলচ্চিত্রের কাজ শুরু হবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে। প্রথমদিনেই থাকছে গানের শুটিং। এতে অংশ নেবেন নিরব হোসাইন ও অর্চিতা স্পর্শিয়া। এজন্য আগামীকাল (১ মার্চ) তারা ছাড়াও ছবির অন্যতম চরিত্র ইলিয়াস কাঞ্চন কুমড়াকাধি যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা-অভিনেত্রী রোজিনা। তিনি বললেন, ‘আগামী ২ মার্চ থেকে নিজ গ্রামে ছবির শুটিং শুরু করব। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন। প্রথমদিনের দৃশ্যধারণে অংশ নেবেন নিরব ও স্পর্শিয়া। প্রথম গানের কাজ শেষ হলে আমরা দ্বিতীয় গানের শুটিং করার পরিকল্পনা করেছি। এর দৃশ্যধারণে অংশ নেব আমি ও কাঞ্চন ভাই।’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘ফিরে দেখা’। গ্রামের একটি পরিবার ও অভিনেত্রী রোজিনার ব্যক্তিগত স্মৃতিময় ঘটনা নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। আর অভিনেত্রীর ভাইয়ের চরিত্রে থাকছেন নিরব। তার বিপরীতে দেখা যাবে স্পর্শিয়াকে। নিরব বলেন, ‘‘গতকাল (২৮ ফেব্রুয়ারি) আমি ‘চোখ’ ছবির শুটিং করছি। এটার কাজ আপাতত শেষ। আগামীকাল রোজিনা আপার শুটিংয়ে যাব। টানা শুটিং করে ছবির কাজটি শেষ করতে চান তিনি।’’ সরকারি অনুদানের এ সিনেমার যৌথ প্রযোজক রোজিনা নিজেই। চলচ্চিত্রটিতে আরও আছেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে।