সংবাদদাতা ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গতকাল রোববার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নৌকার প্রার্থী সেলিম ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। এর আগে
রোববার সকাল ৮ টা থেকে পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, র?্যাব ও বিজিবির বাড়তি সদস্যরা মাঠে ছিলেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের সঙ্গে মাঠে ছিলেন ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। নিবার্চন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌরসভার ৯ ওয়ার্ডের ২৪ কেন্দ্রে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৪ স্থরের নিরাপত্তা বলয় ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৬৭৩ জন পুলিশ সদস্য, ১২০ জন বিজিবি, ৫ প্লাটুন র্যাব ও ২১৬ জন আনসার সদস্য। প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপে নির্বাচনের জন্য হবিগঞ্জ সদর পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। হবিগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫০৯০৩ জন এর মধ্যে ২৫২৮৩ জন পুরুষ এবং ২৫৬২০ জন নারী।