সময় ডেস্ক ॥ বিশ্বসেরা তিন পেসারের একজন হতে পারেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বের সেরা পেসারদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। সেই তালিকা থেকে সেরা তিনজন পেসার বাছাইয়ের পরামর্শ দেয়া হয়েছে। বিশ্বসেরা পেসারদের নিয়ে গড়া ক্রিকইনফোর প্রকাশিত সেই তালিকায় ১৫ নম্বর পজিশনে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই তালিকায় আছেন-অস্ট্রেলিয়ার পেট কামিন্স, স্টুয়ার্ড ব্রড, মিসেল স্টার্ক, জস হ্যাজলেউড, মার্ক উড। নিউজিল্যান্ডের টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুনসন, কাইল জেমিসন ও নিল ওয়াগনার। দক্ষিণ আফ্রিকার আনরিচ নর্টজে, লুঙ্গি এনডিগি ও কাগিসো রাবাদা। ভারতের মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ক্রিস জর্ডান ও ক্রিস ওকস। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ও শেলডন কটরেল।