,

হত্যাচেষ্টায় কে আঁচ করতে পারছেন বুবলী

সময় ডেস্ক ॥ জীবন নিয়ে কিছুটা আতঙ্কগ্রস্ত ঢালিউড নায়িকা শবনম বুবলী। হালের সবচেয়ে জনপ্রিয় এই নায়িকার শঙ্কা কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে। এ কারণে সার্বক্ষণিক তার গতিবিধি অনুসরণ করা হচ্ছে। কে বা কারা তাকে হত্যাচেষ্টায় লিপ্ত সেটি কিছুটা আঁচ করতে পেরেছেন এ নায়িকা। তবে নির্দিষ্ট কারো নাম এখনই বলতে চান না। ফেসবুকে শুক্রবার একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি বলেন, সড়কে পরিকল্পিতভাবে তাকে কেউ হত্যার চেষ্টা করছে। তিনি যুগান্তরকে জানান, তাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে। তবে নেপথ্যে কে বা কারা, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ফেসবুকে বুবলী লিখেছেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়, তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারত। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা, ভাই-বোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।’ তিনি লিখেছেন, ‘গত ৪-৫ দিন আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেট কার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নম্বর প্লেট ছিল না। আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত। আর আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত, তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো আমারও আছে।
প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম-হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেটি আর বুঝতে বাকি থাকে না, এটি উদ্দেশ্যমূলক করানো হচ্ছে।’ বুবলীকে হত্যায় কেউ মিশনে নেমেছে অভিযোগ করে এই ঢালিউড নায়িকা যুগান্তরকে বলেন, ‘দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ২৪ ফেব্রুয়ারি রাতে যখন প্রথমবার ওই ঘটনার শিকার হই, তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, এটা বোধহয় কোনো দিগ্ভ্রান্ত ড্রাইভারের কাজ। কিন্তু একই ঘটনা যখন ২৫ ফেব্রুয়ারি রাতেও ঘটল, তখন আর কাকতালীয় মনে হয়নি। বুঝতে পেরেছি আমাকে হত্যা করার জন্যই কেউ মিশনে নেমেছে।’ আপনি কাউকে সন্দেহ করেন কি না জানতে চাইলে বুবলী বলেন, ‘অনেকদিন ধরেই আমি নানাভাবে নানাকিছু বুঝতে পারছি; কিন্তু স্পেসিফিক কারও নাম বলতে চাই না। যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই। শিগগিরই আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। বিষয়টি নিয়ে আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি।’


     এই বিভাগের আরো খবর