সময় ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বিরূপ মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। আফ্রিকার হয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করা গতিময় পেসার ডেল স্টেইন বলেছেন, আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে অনেক বড় বড় তারকা খেলোয়াড় থাকে, সেখানে অর্থের ঝনঝনানি বেশি। আইপিএল খেলে ক্রিকেটাররা যে পরিমাণ অর্থ উপার্জন করে, অথচ সেখানে আসল ক্রিকেটটাই নেই। তিনি আরও বলেছেন, পিএসএল এবং শ্রীলংকান ক্রিকেট লিগে সব সময়ই ক্রিকেটকে গুরুত্ব দেয়া হয়। পিএসএল খেলতে করাচিতে কিছুদিন আগে এসেছি। এখানে আসার পর আমার রুমের সামনে যারা রয়েছেন তারা জানতে চান- আমি আগে কোথায় খেলেছি, কী করেছি। কিন্তু আইপিএল খেলতে গেলে এসব প্রশ্ন ভুলে যাওয়া হয়। একটাই প্রশ্ন দাঁড়ায়, কত টাকা উপার্জন করছি! পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে করাচিতে থাকা ডেল স্টেইন এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি আইপিএল খেলতে গিয়ে কিছু সময় ক্রিকেটের বাইরে কাটাতে চেয়েছিলাম। আমার মনে হয় আইপিএল ছাড়া বিশ্বের অন্য দেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেখানে আরও বেশি সম্মান পাওয়া যায়। অতীতে আইপিএলে ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট লায়ন্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চেলেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন দক্ষিণ আফ্রিকান এই তারকা পেসার। সম্প্রতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই প্রোটিয়া তারকা পেসার।