,

চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৫ কেজি গাঁজাসহ মো. রাসেল মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উবাহাটি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।ছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উবাহাটি এলাকা থেকে ৫ কেজি গাজাঁ জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।


     এই বিভাগের আরো খবর