সংবাদদাতা ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. কামাল মিয়া (২৭) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. কামাল মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে আটক করা হয়। পরে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগীতা করেছেন। দন্ডপ্রাপ্ত মো. কামাল মিয়া ওই এলাকার বাসিন্দা। চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’