স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ভবনের গেইটের কাজ করতে ৩৩ কেভি লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন জুয়েল শেখ নামের এক শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাকে গতকাল মঙ্গলবার দুপুরে দমকল বাহিনী উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল ওই সময় জুয়েল শেখ অন্যান্য শ্রমিকের সাথে জেলা পরিষদ ভবনের গেইটে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হামিদপুর গ্রামের মওলা বক্সের পুত্র।