,

হবিগঞ্জে আটককৃত মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

সংবাদদাতা ॥ হবিগঞ্জ থেকে র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী সৈয়দ আলী (৪৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে সদর থানা পুলিশ তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করবে বলে জানা গেছে। সে শহরতলীর বহুলা বাগান বাড়ি এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র। গত মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ সোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গত বুধবার বিকেলে সদর থানায় সোপর্দ করে। তবে পুলিশ জানিয়েছে প্রতিবার বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হয়ে কৌশলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এ বার তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হ”েছ।


     এই বিভাগের আরো খবর