স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নুর মিয়া (৫০) নামের এক ব্যক্তি কাঁচা সুপারি দিয়ে পান খেয়ে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার বামকান্দি গ্রামের বিবাই মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া শেষে পান খেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ দরজার সামনে মাথা ঘুরে পড়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিবারের দাবি কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ায় গলায় বান লেগে তিনি মারা যান। তবে ডাক্তার বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।