,

বানিয়াচংয়ে পলাতক আসামি গ্রেপ্তার

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মাদক মামলায় মিজান মিয়া (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে- মিজান একাধিক মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, চুরি-ডাকাতিসহ সকল অপরাধ কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কাউকে কোন ছাড় দেওয়া হবে না। আমাদের নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে।


     এই বিভাগের আরো খবর