,

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহানের দ্বায়িত্ব গ্রহণ

স্টাস রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান গতকাল শনিবার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে বদলী হয়ে গত শুক্রবার হবিগঞ্জে এসে পৌছেন। জেলা প্রশাসকসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন। গতকাল শনিবার তিনি অফিসে এসে বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং বিভিন্ন কর্মসূচি পালনের প্র¯’তি নেন। আজ রবিবার থেকে তিনি পুরোদমে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে তিনি হবিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি যশোর সদর উপজেলার বাসিন্দা। কর্মজীবনে তিনি বিভিন্ন জেলায় ইউএনও, অতিরিক্ত জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর