,

গজনাইপুরের গাবদেবে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এম. এ মুহিত ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেব মাঠে গাবদেব স্বাধীন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গাবদেব মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সাতাইহাল ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও গাবদেব স্বাধীন স্পোর্টিং ক্লাব। খেলায় স্বাধীন স্পোর্টিং
ক্লাবকে ৩০ রানে পরাজিত করে সাতাইহাল ভাই ভাই স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডা: আব্দুল হাই চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল।এ সময় আরও উপস্থিত ছিলেন গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান আজাদ, সাংবাদিক এম, এ মুহিত, প্রভাষক মোশাররফ মিঠু, শাহেদ আহমেদ, আলী আমজাদ,বিশিষ্ট মুরুব্বি জুবেদ চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী,ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপন, জুবায়ের আহমদ, যুবলীগ নেতা নুরুজ্জামান প্রমুখ। টূর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তোহেল আহমেদ। এবং টূর্ণামেন্টে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন হাফিজ মিয়া।


     এই বিভাগের আরো খবর