এন সাকিব চৌধুরী ॥ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন নবীগঞ্জ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলা অডোটরিয়ামে উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান এড. গতি গবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর প্রতিক নূর উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওয়াদুল কাদের হেলাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মোজাহিদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমনসহ। অনুষ্ঠানের শেষে দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।