,

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতা ॥ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল রবিবারর নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা। নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদারের নের্তৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা নাজিম চৌধুরী, ২নং ইউপি ছাত্রলীগের সভাপতি সাঈদ আজমল, উপজেলা ছাত্রলীগ নেতা এন সাকিব চৌধুরী, সুদিপ দত্ত, তারেকুল আহমদ রনি, রনি রায়, আবু সালেহ, হৃদয় দাশ, সারোয়ার চৌধুরী অমি, নাঈম আহমেদ, যুবরাজ দেব, মাসুম কামল মারুফ, মাহফুজুর রহমান সহ প্রমূখ। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির মধ্যে উপজেলা ছাত্রলীগ কর্তৃক সন্ধ্যায় বাংলাদেশ সরকারের বিভন্ন উন্নয়নচিত্র ও ছাত্রলীগের বিভন্ন উন্নয়নমূলক কাজের ভিডিওচিত্র নবীগঞ্জ বাজার মোড়ে আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।


     এই বিভাগের আরো খবর