মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্যক্রম মাধবপুর উজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের হল রুমে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন মিয়া, ডা. নাদিরুজ্জামান, ডা. মজিবুর রহমান ও প্রোগ্রাম সুপার ভাইজার মো. শরীফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মাধবপুরে ২৭ টি টিম কাজ করবে। জলাতংক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী, বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ (দশ) মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতংক রোগে মারা যায়।