সংবাদদাতা ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, স্বচ্ছ পরিচালনায় বাংলাদেশ বিমানের বহরে নতুন বিমান যুক্ত হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ একনেকে অনুমোদিত হয়েছে। কিছুদিনের মধ্যেই সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ৬ লাইনের কাজ শুরু হবে। মহামারীর করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকল ষড়যন্ত্র ছিন্ন করে জাতিকে কাজ করতে হবে। সরকার ও দেশের বিরুদ্ধে স্বাধীনতার পরাজিত শক্তি এখানো সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। রবিবার বিকালে মাধবপুর শহিদ মিনার প্রাঙ্গণে ৫টি চা বাগানে অসহায় দুঃস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে নগদ অনুদান, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা সমাজসেবা উপ-পরিচালক হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, চেয়ারম্যান ফারুক পাঠান, আপন মিয়া, আরিফুর রহমান, শফিকুর রহমান, শহিদ উদ্দিন, সাহাব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আলী আশরাফ, সাংবাদিক মিজানুর রহমান প্রমুক।