সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এরাবরাক নদীতে খাল খনন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এরাবরাক নদী রক্ষা আঞ্চলিক কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জের এরাবরাক নদীর তীরে স্থানীয় লোকজন ও এরা বরাক নদী রক্ষা কমিটি এ মানববন্ধন পালন করে। এসময় স্থানীয়রা বলেন, একটি কুচক্রী মহল সরকারকে ভুল তথ্য দিয়ে এরাবরাক নদীর ভেতরে খাল খনন প্রকল্পের নামে কয়েক কোটি টাকা লুটপাটের পায়তারা করছে। তারা অবিলম্বে জাইকা প্রকল্পের এ খাল খনন প্রকল্প বাতিল করে নদী খননের দাবি জানান। তারা বলেন, নদীকে খালে পরিণত করা হলে উভয় তীরের কয়েক হাজার পরিবার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সমন্বয়কারী কাজী আব্দুল বাছিত,মহসিন আহমদ,জয়নাল আবেদীন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুকিত, লেচু মিয়া,আব্দুল হামিদ নিকসন, খলিল মিয়া,শিহাব আহমদ,আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য সিজিল আহমেদ সজলু, নুরুল ইসলাম, আল আমিন প্রমূখ।
মানববন্ধনে মিঠাপুর, উত্তর দৌলতপুর, আউশকান্দি, উলুকান্দি, আমুকোণা, বেতাপুর, দণি দৌলতপুর, ছিটফরিদপুর, নোয়হাটি গ্রামের কয়েকশ’ মানুষ অংশ নেন।