,

মুখ পরিষ্কারে নারকেল তেলের ব্যবহার

সময় ডেস্ক ॥ সৌন্দর্য উপকরণ হিসেবে নারকেল তেলের জুড়ি নেই। কেবল মাত্র চুলের যত্নে নয়, মুখের যত্নেও কিন্তু নারকেল তেল অন্যন্য। মুখ পরিষ্কারের জন্য নারকেল তেল ব্যবহার করতে পারেন, বিশেষ করে মেকআপের পরে। তবে এটি কেবল শুষ্ক ত্বকের জন্যই প্রযোজ্য। নারকেল তেলের মধ্যে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল ও আর্দ্র রাখার উপাদান। মুখ পরিষ্কারে নারকেল তেল ব্যবহারের উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা। মুখ পরিষ্কারে যেভাবে নারকেল তেল ব্যবহার করবেন ১. হাত ভালোভাবে ধুয়ে নিন। ২. এবার টেবিল চামচ নারকেল তেল হাতের মধ্যে দিন। ৩. এরপর মুখে মাখুন। খুব বেশি ঘষতে যাবেন না। চক্রাকারভাবে মাখুন। ৪. এরপর একটি হালকা গরম তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। এটি মুখ পরিষ্কার করে ত্বককে আর্দ্র রাখতে কাজ করবে। তবে নারকেল তেল ব্যবহারের আগে অবশ্যই মনে রাখবেন এটি চক্রাকারভাবে মাখতে হবে।


     এই বিভাগের আরো খবর