,

লাখাইয়ে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা ॥ লাখাইয়ে স্বামীর বাড়ি থেকে আরতি রাণী (২৮) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। গতকাল বুধবার সকালে লাখাই থানার একদল পুলিশ মোড়াকড়ি গ্রামে স্বামী জয়গোবিন্দ দাশের বাড়ি থেকে আরতি রাণীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকেই তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওসি (তদন্ত) মহিউদ্দিন জানান, লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ যাবে।


     এই বিভাগের আরো খবর