,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে,ন

জাবেদ তালুকদার ॥ ১৭ শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ স্বধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন, থানার নবাগত অফিসার ইনচার্জ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ গিয়াস উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, নবীগঞ্জ সরকারী জে,কে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রেজভী আহমেদ খালেদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, তাজ উদ্দিন (র.) কোরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, হিরা মিয়া গালস হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা প্রাথমিক মাধ্যমিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্তিুত ছিলেন। সভায় সকল অনুষ্ঠান পালন করতে বিভিন্ন কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ২৬ শে মার্চ জাতীয় দিবসের দিনে যাতে করে জাতীয় পতাকা সঠিত মত টানানো হয় ওই বিষয়টি গুরুত্ব দেয়া হয় এবং ওই দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একটি মোবাইল টিম পরিচালিত হবে।


     এই বিভাগের আরো খবর