বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে বাহুবল উপজেলা ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক আহত ট্রাক চালক ও হেলপারদের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক ও নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা মাছ বোঝাই একটি ট্রাক মিরপুর বাজারের রবিন ইটভাটার সামনে এসে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাথর বোঝাই ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এত দুই ট্রাকের বেশ ক্ষতি হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।