সংবাদদাতা ॥ মাধবপুরে নদীপাড়ের গর্ত থেকে তরুণীর অর্ধগলিত একটি লাশ টেনে বের করেছে কুকুর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাঠুলি গ্রামের কাছে খুরধর নদীর পাড় থেকে অজ্ঞাত এ লাশটি উদ্ধার করে পুলিশ। মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় কয়েকজন দেখতে পান উল্লেখিত স্থানে কয়েকটি কুকুর গর্তের ভেতর থেকে একটি মরদেহ টানাহেঁচড়া করছে। পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধার হওয়া তরুণীর লাশের দুটি স্তন কাটা। ধারণা করা হচ্ছে- বেশ কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বস্তাবন্দি করে বিলেরপাড়ে মাটির গর্তে পুঁতে রেখেছে। লাশের শরীর থেকে অনেকটা মাংস খসে পড়ে গেছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এখনো উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।