,

কলার খোসার ব্যতিক্রমী ব্যবহার

সময় ডেস্ক ॥ কলার খোসা ফেলে না দিয়ে নানা ভাবে কাজে লাগানো যায়। কলা দিয়ে করা যায় রূপ ও চুলচর্চা। জেনে নেয়া যাক কলার খোসার ব্যতিক্রমী কিছু ব্যবহার। ১. ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ কলার খোসা গাছের সার হিসেবে কাজ করে। তাই গাছের জন্য ব্যাবহার করতে পারেন কলার খোসা। ২ .দাঁতের হলদে ভাব দূর করার জন্য প্রতিদিন কলার খোসার ভেতরের সাদা অংশ দিয়ে দাঁত ঘষুন। এতে দাঁত সাদা হবে। ৩. কলা চটকে চুলের আগায় লাগিয়ে রাখলে চুলের আগা ফাটা বন্ধ হবে। ৪. ইনডোর প্ল্যান্টের পাতায় ময়লা জমলে কলার খোসা ঘষে নিন। পাতা হয়ে যাবে ঝকঝকে। ৫. চামড়ার ব্যাগ বা জুতা পরিষ্কার করতে চাইলে কলার খোসার ভেতরের অংশ ঘষে নিন। ৬. মাংস রান্নার সময় সামান্য কলার খোসার টুকরা দিয়ে দিন। এতে দ্রুত সেদ্ধ হবে। ৭. ত্বকের যত্নে কলা চটকে মধু মিশিয়ে ব্যবহার করুন।


     এই বিভাগের আরো খবর