,

হবিগঞ্জের উত্তর শ্যামলী থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ জুনাইদ চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। সে হবিগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় ‘ঢাকা ফুসকা হাউজ’ এ শ্রমিক হিসেবে কাজ করত। পুলিশ জানায়, নিজাম শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় ভাড়া বাসাতে তার মামার সাথে বসবাস করত। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন উত্তর শ্যামলি এলাকার একটি পরিত্যক্ত ভিটাতে তার মরদেহ পরে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।


     এই বিভাগের আরো খবর