,

নবীগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা গতকাল শনিবার দুপুর সাড়ে ১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ মছদ্দর আলী, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সদস্য মোঃ আলাউদ্দিন, বর্তমান সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহি সদস্য এম.এ মুহিত, সাবেক সহ-সভাপতি মোঃ আশাহীদ আলী, সাংবাদিক মাষ্টার মোঃ ছাদিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আবু তালেব, রাকিল হোসেন, মুহিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, সলিল বরণ দাশ, জাকির হোসেন চৌধুরী, মোজাহিদ আলম চৌধুরী, মোঃ তৌহিদ চৌধুরী প্রমুখ। উক্ত সভায় আগামী ১৯ মার্চ শুক্রবার প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয় এবং ক্লাব উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।


     এই বিভাগের আরো খবর