,

বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতির মায়ের দাফন সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক

সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি ও রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর মা মোছাঃ আমেনা খাতুন মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহী…. ….রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল (৮৫) বছর। গত ১৩ মার্চ শনিবার রাত ৮ ঘটিকার সময় বানিয়াচং উপজেলার নিজ গ্রাম প্রথমরেখে বার্ধক্ষজনিত কারণে তিনি মুত্যু বরণ করেন। গতকাল রোববার সকাল ১১ ঘটিকায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে পুত্র কন্যা নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোকও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর