,

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সনজীত চন্দ্র নাথ ও এ এস আই লিটন চন্দ্র পালের নেত”ত্বে একদল পুলিশ অভিযান চালায় শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজীরগাও গ্রামে। এ সময় ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গাজী মিয়া তালুকদার (৬০) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের কাজীরগাও গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর