,

বাহুবলে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন ও ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া। অন্যান্যের মাঝে বক্ত রাখেন মেডিকেল অফিসার ডা. কনকচাপা নূর, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল থানার এসআই ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, তথ্য আপা জয়া সাহা, উপজেলা প.প কর্মকর্তা আব্দুল হামিদ ও উপজেলা খাদ্য কর্মকর্তা নজির মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন কনক দেব মিঠু ও মোহাম্মদ আলী।
সভায় বক্তারা বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে কৃত্তিম সংকট স”ষ্টি করে যাতে কেউ দ্রব্যমূল্য ব”দ্ধি করতে না পারে সে দিকে সকলকে সজাগ দ”ষ্টি রাখতে হবে। এছাড়াও হোটেল-রেস্তোরায় যাতে পচা-বাসি খাবার বিক্রি না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। বক্তারা আরো বলেন, দোকান-পাটে মূল্য তালিকা টাঙ্গানোর বিষয়টি নিশ্চিত করতে না পারলে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।


     এই বিভাগের আরো খবর